কিভাবে সহজেই অভ্র দিয়ে কালি লিনাক্সে বাংলা লিখবেন?

অনেকেই নিলাক্স ব্যবহার করতে গিয়ে বাংলা লিখতে প্রচণ্ড সমস্যা ফেইস করেন। এক্ষেত্রে আমরা অভ্র ব্যবহার করে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এই পোস্টে আমরা শেখার চেষ্টা করবো কিভাবে কালি লিনাক্সে সঠিকভাবে অভ্র ইন্সটল ও সেটআপ করা যায়।

তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে টার্মিনাল ওপেন করবেন, তারপর একে একে নিচের কমান্ডগুলো দিবেন।

প্রথম ধাপ

1. sudo apt-get update
2. sudo apt-get upgrade

দ্বিতীয় ধাপ

1. sudo apt-get install git
2. sudo apt-get install libibus-1.0-dev
3. sudo apr-get install automake
4. sudo apt-get install autoconf
5. sudo apt-get install make
6. sudo apt-get install gjs
7.sudo apt-get install ibus

তৃতীয় ধাপ

1. git clone git://github.com/sarim/ibus-avro.git
cd ibus-avro
aclocal && autoconf && automake –add-missing
./configure –prefix=/usr
2. sudo make install

যেভাবে ব্যবহার করবেন

Run IBus (Applications -> System Tools -> IBus) from Dash
Open IBus Preferences from the top panel icon
Go to Input Method
Select an input method -> Bengali -> Avro
Now Click Add button to add Avro to the list
Now restart IBus from the top panel icon (Right Click -> Restart)
Now Press Ctrl+Space to toggle between English and Avro (Bengali)

উপভোগ করুন অভ্র ফনেটিক দিয়ে স্বাধীনভাবে বাংলা লেখা। ভাষা হোক সকলের জন্য উন্মুক্ত!

Leave a Comment