তিন প্রকারের বহুল ব্যবহৃত ইরেগুলার ভার্বসমূহ

এখানে আমরা তিন প্রকারের ৭০টি ইরেগুলার ভার্ব শিখব। অচিরেই এই লিস্ট আরো বড় করা হবে ইনশাআল্লাহ। আপাতত এটি কেবল Learn with Azad’র স্টুডেন্টদের জন্য তাড়াহুড়া করে পাবলিশ করা হয়েছে।

Most Common English Irregular Verbs

প্রথম গ্রুপ – ভার্বের তিনটি ফর্মই সেইম

Base FormBangla MeaningSimple PastPast Participle
betবাজি বা পণ রাখা বা ধরাbetbet
costদাম হওয়া; কোনো কিছু হারাতে বাধ্য করাcostcost
cutকাট; কেটে ফেলাcutcut
hitমারা; আঘাত করাhithit
hurtআঘাত/চোট পাওয়া/লাগা; আঘাত দেওয়া;ব্যথা লাগাhurthurt
letঅনুমতি দেওয়া, করতে দেওয়াletlet
putরাখা; স্থাপন করাputput
shutবন্ধ করাshutshut

দ্বিতীয় গ্রুপ – ভার্বের ২য় ও ৩য় ফর্ম সেইম

Base FormBangla MeaningSimple PastPast Participle
loseহারিয়ে ফেলা; মৃত্যু হওয়াlostlost
shootছুঁড়ে দেওয়া বা মারাshotshot
getপাওয়া; সংগ্রহ করা, অর্জন করা; লাভ করাgotgot
lightজ্বালানো; প্রজ্জ্বলিত করাlitlit
sitবসাsatsat
keepরাখাkeptkept
sleepঘুমানোsleptslept
feelস্পর্শ দ্বারা অনুভব করা; উপলব্ধি করাfeltfelt
leaveকোনো স্থান ত্যাগ করে যাওয়াleftleft
meetএকত্র হওয়া; মিলিত হওয়া; সাক্ষাত হওয়াmetmet
bringআনা; হাজির করাbroughtbrought
buyকেনা; খরিদ করাboughtbought
fightযুদ্ধ করা; লড়াই করাfoughtfought
thinkচিন্তা করা; ভাবাthoughtthought
catchধরা; লুফে নেওয়াcaughtcaught
teachশিক্ষা দেওয়া; শেখানো; অধ্যাপনা করাtaughttaught
sellবিক্রয় করা; বেচাsoldsold
tellবলা; জানানোtoldtold
payকোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়াpaidpaid
makeতৈরি, নির্মাণ অথবা উৎপাদন করাmademade
standদাঁড়ানোstoodstood
understandবোঝা; বুঝতে পারাunderstoodunderstood
lendধার দেওয়া; সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়াlentlent
sendকাউকে বা কিছু পাঠানো বা প্রেরণ করাsentsent
spendখরচ করা; ব্যয় করাspentspent
buildনির্মাণ / তৈরি করাbuiltbuilt
find(হারানো কাউকে বা কিছুকে) খুঁজে পাওয়াfoundfound
haveকেনো কিছুর অধিকারী হওয়াhadhad
hearশোনা; শ্রবণ বা কর্ণগোচর করাheardheard
holdধরা; ধারণ করা; ধরে রাখা / থাকা; আঁকড়ে ধরা / থাকাheldheld
readপড়াread (pronounced red)read (pronounced red)
sayবলাsaidsaid

তৃতীয় গ্রুপ – ভার্বের সবগুলো ফর্মই আলাদা আলাদা

Base FormBangla MeaningSimple PastPast Participle
driveগাড়ি চালানোdrovedriven
rideঘোড়ায় বা সাইকেলে চড়া এবং চড়ে এগিয়ে চলা বা যাওয়াroderidden
rise(সূর্য, চাঁদ, তারার) ওঠা; শোয়া, বসা ইত্যাদি থেকে ওঠা; বিছানা ছেড়ে ওঠা; ঘুম থেকে ওঠাroserisen
writeলেখাwrotewritten
biteদাঁত দিয়ে কামড়ে নেওয়া; ছিঁড়ে নেওয়া; কেটে ফেলা বা ফুটা করা; দংশন করাbitbitten
hideলুকানো; গোপন করাhidhidden
breakভেঙে ফেলা; ভেঙে যাওয়াbrokebroken
chooseবেছে নেওয়া; পছন্দ করাchosechosen
speakকথা বলা; আলাপ করাspokespoken
wake(ঘুম থেকে) জাগা; জাগানো; ঘুম ভাঙানোwokewoken
blowপ্রবাহিত হওয়া; বওয়া; উড়িয়ে নিয়ে যাওয়া; ফুঁ দেওয়াblewblown
growজন্মানো; বড়ো হওয়া; বৃদ্ধি পাওয়াgrewgrown
knowজানা; অবগত হওয়াknewknown
flyওড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়াflewflown
drawপেন্সিল, কলম ইত্যাদির সাহায্যে কোনো কিছু অঙ্কন করা; টানা বা টেনে আনা; আকর্ষণ করাdrewdrawn
showদেখানো; প্রদর্শন করা; দৃষ্টিগোচর করাshowedshown
wearপরিধান করা; পরা;woreworn
tearছেঁড়া; ছিঁড়ে ফেলা; ছিন্ন করাtoretorn
beginশুরু করা; আরম্ভ করাbeganbegun
drinkপান করাdrankdrunk
swimসাঁতার কাটাswamswum
ringঘণ্টা বাজানো; ফোন বাজা; ফোন করা; ধ্বনিত হওয়াrangrung
singগান করা; গাওয়াsangsung
eatখাওয়া; আহার করা; ভক্ষণ বা ভোজন করা; গলাধঃকরণ করাateeaten
fallপড়া; পড়ে যাওয়া; পতিত হওয়াfellfallen
forgetভুলে যাওয়া; মনে না থাকা; বিস্মৃত হওয়াforgotforgotten
giveঅর্পণ করা; দান করা; দেওয়াgavegiven
seeদেখা; দেখতে পাওয়া; দর্শন করাsawseen
takeধরা, নেওয়া, ধারণ / গ্রহণ করা; তুলে নেওয়াtooktaken

Leave a Comment