এখানে আমরা তিন প্রকারের ৭০টি ইরেগুলার ভার্ব শিখব। অচিরেই এই লিস্ট আরো বড় করা হবে ইনশাআল্লাহ। আপাতত এটি কেবল Learn with Azad’র স্টুডেন্টদের জন্য তাড়াহুড়া করে পাবলিশ করা হয়েছে।
প্রথম গ্রুপ – ভার্বের তিনটি ফর্মই সেইম
Base Form
Bangla Meaning
Simple Past
Past Participle
bet
বাজি বা পণ রাখা বা ধরা
bet
bet
cost
দাম হওয়া; কোনো কিছু হারাতে বাধ্য করা
cost
cost
cut
কাট; কেটে ফেলা
cut
cut
hit
মারা; আঘাত করা
hit
hit
hurt
আঘাত/চোট পাওয়া/লাগা; আঘাত দেওয়া;ব্যথা লাগা
hurt
hurt
let
অনুমতি দেওয়া, করতে দেওয়া
let
let
put
রাখা; স্থাপন করা
put
put
shut
বন্ধ করা
shut
shut
দ্বিতীয় গ্রুপ – ভার্বের ২য় ও ৩য় ফর্ম সেইম
Base Form
Bangla Meaning
Simple Past
Past Participle
lose
হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া
lost
lost
shoot
ছুঁড়ে দেওয়া বা মারা
shot
shot
get
পাওয়া; সংগ্রহ করা, অর্জন করা; লাভ করা
got
got
light
জ্বালানো; প্রজ্জ্বলিত করা
lit
lit
sit
বসা
sat
sat
keep
রাখা
kept
kept
sleep
ঘুমানো
slept
slept
feel
স্পর্শ দ্বারা অনুভব করা; উপলব্ধি করা
felt
felt
leave
কোনো স্থান ত্যাগ করে যাওয়া
left
left
meet
একত্র হওয়া; মিলিত হওয়া; সাক্ষাত হওয়া
met
met
bring
আনা; হাজির করা
brought
brought
buy
কেনা; খরিদ করা
bought
bought
fight
যুদ্ধ করা; লড়াই করা
fought
fought
think
চিন্তা করা; ভাবা
thought
thought
catch
ধরা; লুফে নেওয়া
caught
caught
teach
শিক্ষা দেওয়া; শেখানো; অধ্যাপনা করা
taught
taught
sell
বিক্রয় করা; বেচা
sold
sold
tell
বলা; জানানো
told
told
pay
কোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া
paid
paid
make
তৈরি, নির্মাণ অথবা উৎপাদন করা
made
made
stand
দাঁড়ানো
stood
stood
understand
বোঝা; বুঝতে পারা
understood
understood
lend
ধার দেওয়া; সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়া
lent
lent
send
কাউকে বা কিছু পাঠানো বা প্রেরণ করা
sent
sent
spend
খরচ করা; ব্যয় করা
spent
spent
build
নির্মাণ / তৈরি করা
built
built
find
(হারানো কাউকে বা কিছুকে) খুঁজে পাওয়া
found
found
have
কেনো কিছুর অধিকারী হওয়া
had
had
hear
শোনা; শ্রবণ বা কর্ণগোচর করা
heard
heard
hold
ধরা; ধারণ করা; ধরে রাখা / থাকা; আঁকড়ে ধরা / থাকা
held
held
read
পড়া
read (pronounced red)
read (pronounced red)
say
বলা
said
said
তৃতীয় গ্রুপ – ভার্বের সবগুলো ফর্মই আলাদা আলাদা
Base Form
Bangla Meaning
Simple Past
Past Participle
drive
গাড়ি চালানো
drove
driven
ride
ঘোড়ায় বা সাইকেলে চড়া এবং চড়ে এগিয়ে চলা বা যাওয়া
rode
ridden
rise
(সূর্য, চাঁদ, তারার) ওঠা; শোয়া, বসা ইত্যাদি থেকে ওঠা; বিছানা ছেড়ে ওঠা; ঘুম থেকে ওঠা
rose
risen
write
লেখা
wrote
written
bite
দাঁত দিয়ে কামড়ে নেওয়া; ছিঁড়ে নেওয়া; কেটে ফেলা বা ফুটা করা; দংশন করা
bit
bitten
hide
লুকানো; গোপন করা
hid
hidden
break
ভেঙে ফেলা; ভেঙে যাওয়া
broke
broken
choose
বেছে নেওয়া; পছন্দ করা
chose
chosen
speak
কথা বলা; আলাপ করা
spoke
spoken
wake
(ঘুম থেকে) জাগা; জাগানো; ঘুম ভাঙানো
woke
woken
blow
প্রবাহিত হওয়া; বওয়া; উড়িয়ে নিয়ে যাওয়া; ফুঁ দেওয়া
blew
blown
grow
জন্মানো; বড়ো হওয়া; বৃদ্ধি পাওয়া
grew
grown
know
জানা; অবগত হওয়া
knew
known
fly
ওড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া
flew
flown
draw
পেন্সিল, কলম ইত্যাদির সাহায্যে কোনো কিছু অঙ্কন করা; টানা বা টেনে আনা; আকর্ষণ করা