কিভাবে ওয়ার্ডপ্রেস কমেন্ট ফর্ম থেকে ওয়েবসাইট ইউআরএল ফিল্ড মুছে ফেলবেন?

স্প্যাম কমেন্ট আমার মত অনেক ব্লগারের জন্য একটি বিশাল সমস্যা। স্প্যাম কমেন্ট করার সবচেয়ে বড় কারণ হল ওয়ার্ডপ্রেস কমেন্ট ফর্মের ওয়েবসাইট ইউআরএল (URL) ফিল্ডটি ব্যবহার করে সহজে একটি ব্যাকলিঙ্ক পাওয়া।

যেহেতু বেশিরভাগ স্প্যাম কমেন্ট স্বয়ংক্রিয় বটগুলি দ্বারা করা হয়ে থাকে, আপনি সহজেই ফ্রি প্লাগইন অথবা কাস্টম কোড করে এর বিরুদ্ধে লড়াই করতে পারেন ।

আজকাল অনেক ব্লগার নিজে থেকে এধরণের অপ্রাসঙ্গিক ও স্প্যাম কমেন্ট করে থাকেন, যা আসলে কোনোভাবেই আপনার সাইটে ভ্যালু যোগ করে না।

এই নিবন্ধে, আমি আপনাকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস কমেন্ট ফর্ম থেকে খুব সহজে ওয়েবসাইট ইউআরএল ফিল্ডটি সরিয়ে ফেলা যায়।

যাদিও আমি কেবল ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস কমেন্ট ফরম থেকে ওয়েবসাইট ইউআরএল ফিল্ড অপসারণ করা দেখাবো, আপনি চাইলে এই কাজটি প্লাগিনের সাহায্যেও করতে পারেন। কিন্তু আমি যেহেতু সাইটে অতিরিক্ত প্লাগিন ব্যবহার করতে অপছন্দ করি, আমার ব্যক্তিগত ব্লগিং সাইটগুলোতে কাজটি ম্যানুয়ালি কোড স্নিপেটের সাহায্যেই করেছি।

অতিরিক্ত নিরামত্তার কথা ভেবে চাইলে এটি কারার পূবের্ আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সম্পূর্ণ ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এতে করে যদি থিমের ফাইল এডিট করার পর অনাকাঙ্খিত কোনো সমস্যা দেখা দেয় সহজেই সেটা রিকভার বা পুনরুদ্ধার করতে পারবেন।

এরপর নিচের কোড স্নিপেটটুকু আপনার থিমের functions.php ফাইলে কপি এবং পেস্ট করতে হবে।

add_filter('comment_form_default_fields', 'unset_url_field');
function unset_url_field($fields){
    if(isset($fields['url']))
       unset($fields['url']);
       return $fields;
}

এই কোডটি কেবল আপনার ওয়ার্ডপ্রেস কমেন্ট ফর্ম থেকে ওয়েবসাইট ইউআরএল ফিল্ডটি মুছে ফেলবে। কোডটি ঠিকমতো কাজ করছে কিনা দেখতে একটি নতুন incognito ট্যাবে আপনার ওয়েবসাইটের একটি ব্লগ পোস্ট ব্রাউজ করতে পারেন।

আশা করছি এই নিবন্ধটি আপনাকে ওয়ার্ডপ্রেস কমেন্ট ফর্ম থেকে ওয়েবসাইট ইউআরএল (URL) ফিল্ড সরিয়ে ফেলতে সাহায্য করবে।

পাদটীকাঃ যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক কোনো বিশেষ টপিক নিয়ে জানতে আগ্রহী হন, দয়া করে নিচে কমেন্ট করে জানান। আমি যতটা জলদি সম্ভব সে বিষয়ে লিখতে চেষ্টা করবো।

Leave a Comment